খুলনায় প্রধানমন্ত্রীর আগমনে ১০ জোড়া স্পেশাল ট্রেন
দ্য রিপোর্ট প্রতিবেদক: খুলনায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে ১০ জোড়া স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। সোমবার (১৩ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন রুটে এই ট্রেন চলাচল করবে। এসব ট্রেন নওয়াপাড়া, যশোর, বেনাপোল, চুয়াডাঙ্গা, কোটচাঁদপুর, আলমডাঙ্গা, মোবারকগঞ্জ ও কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে ছেড়ে খুলনায় আসবে।
জানা গেছে, আজ বিকালে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর প্রধানমন্ত্রীর খুলনা সফর ও জনসমাবেশ উপলক্ষ্যে নতুন রূপে সেজেছে খুলনা। নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। দূরদূরান্ত থেকে নেতাকর্মীরা সড়ক, নৌ ও রেলপথে ছুটে আসছে খুলনায়। আর খুলনায় আগতদের চলাচলের সুবিধার্থে বিভিন্ন স্থান থেকে রেলপথে ১০ জোড়া স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
খুলনা রেল স্টেশন মাস্টার মো. মাসুদ রানা জানান, প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষ্যে ১০ জোড়া নতুন ট্রেন বিভিন্ন জেলা থেকে খুলনায় এসে পৌঁছাবে। শুধু আজ ১৩ নভেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রেনগুলো চলাচল করবে।