১৪ ম্যাচ পর হার মেসির আর্জেন্টিনা
দ্য রিপোর্ট ডেস্ক: কাতার বিশ্বকাপে শিরোপা উল্লাসের পর রীতিমতো উড়ছিল আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর জয়রথ ধরে রেখেছিল মেসিরা। দুটি প্রীতি ম্যাচের পর ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের চার ম্যাচে টানা জয় ছিনিয়ে নেয় তারা।
তবে এবার উড়তে থাকা আর্জেন্টাইনদের মাটিতে নামিয়ে আনল উরুগুয়ে। লা বোম্বেনেরা স্টেডিয়ামে উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরেছে স্বাগতিক আর্জেন্টিনা।
ঘরের মাঠে গোটা ম্যাচে আধিপত্য দেখিয়েও জয় পায়নি লিওনেল মেসির আর্জেন্টিনা। ম্যাচের ৪১তম মিনিটে রোনাল্ড আরোহার গোলে এগিয়ে যায় উরুগুয়ে।
১৫ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে এবারই প্রথম গোল করেন তিনি। এতে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতি থেকে ফিরেও আক্রমণ এবং বল দখলের ধারা বজায় রাখে মেসিরা। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি মেসি-মার্টিনেজরা।
এরপর ৮৭তম মিনিটে ২-০ গোলের জয় নিশ্চিত করেন ডারউইন নুনেজ। শেষ পর্যন্ত আর গোল না হলে আর্জেন্টিনাকে হারিয়েই মাঠ ছাড়ে উরুগুয়ে।
বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে হারের পর এই প্রথম পরাস্ত হলো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচ হারলেও লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। ৫ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট মেসিদের। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে। তিনে থাকা কলম্বিয়ার পয়েন্ট ৯। পাঁচ ম্যাচে দুই জয় এবং এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে ব্রাজিল।