৩০০ আসনেই থাকবে নির্বাচনী অনুসন্ধান কমিটি
দ্য রিপোর্ট প্রতিবেদক: অবাধ ও সুষ্ঠু ভোটের জন্য ৩০০ সংসদীয় আসনেই ‘ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি (নির্বাচনী অনুসন্ধান কমিটি)’ গঠন করছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে তফসিল ঘোষণার পর থেকে ভোটের ফল গেজেট আকারে প্রকাশ পর্যন্ত সময় আচারণ বিধি লঙ্ঘন, কোন প্রার্থীর নামে অপপ্রচার, ভয়-ভীতি প্রদর্শন বা গণপ্রতিনিধিত্ব আদেশে উল্লেখিত যে কোন অপরাধ সংগঠিত হলে সে বিষয়ে তদন্ত করে নির্বাচন কমিশনকে জানাবে এই কমিটি।
আইন ও বিচার বিভাগের সচিবকে এই কমিটির দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। তিনি বলেন, ‘আশা করি, বিচারিক কাজের ব্যবস্থাপনায় এ পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখবে।’