চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, আটক ১
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের বাকলিয়ায় সিলভার প্যালেস কমিউনিটি সেন্টার এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোহাম্মদ আলাউদ্দিন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত যুবক আলাউদ্দিন কুমিল্লার মুরাদনগরের আবুল হোসেনের ছেলে। তিনি সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারে কাজ করতেন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, ‘ছিনতাইয়ের জন্যই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। ঘটনায় জড়িত আরেকজনকে আটক করতে পারলে বিষয়টির কারণ উদ্ঘাটন সহজ হবে।’
(দ্য রিপোর্ট/কেএইচএস/এমসি/এজেড/এপ্রিল ০৩, ২০১৪)