দ্য রিপোর্ট প্রতিবেদক: 

তিন মাসে ৬৪২ কোটি টাকা খেলাপি ঋণ কমেছে। ৩০ সেপ্টেম্বর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ৫৫ হাজার ৩৯৭ কোটি টাকা।

 

তিন মাস আগে ৩০ জুন খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৫৬ হাজার ৩৯ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের হার কমে ৯ দশমিক ৯৩ শতাংশ হয়েছে। এ সময়ে মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ১৯৫ কোটি টাকা। তিন মাস আগে ৩০ জুনে মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১৫ লাখ ৪২ হাজার ৬৫৫ কোটি টাকা। খেলাপির হার ছিল ১০ দশমিক ১১ শতাংশ। তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণের টাকার পাশাপাশি হারও কমল।

নির্বাচনের আগে ঋণ পুনঃতফসিলিকরণ বাড়ার কারণে খেলাপি ঋণের পরিমাণ কমছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা। ব্যবসায়ীরাই নির্বাচনে অংশগ্রহণ করেন। খেলাপি থাকলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। নির্বাচনকে সামনে রেখে পুনঃতফসিলিকরণ বেড়ে গেছে। এর ফলে খেলাপি ঋণের পরিমাণ কমেছে। এর ফলে তিন মাসে খেলাপি ঋণ বৃদ্ধির বদলে কমেছে বলে জানান তারা।