হরতাল অবরোধে মোট ৩১০ টি ভাঙচুর
দ্য রিপোর্ট প্রতিবেদক: গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পরবর্তী দফায় দফায় বিএনপির হরতাল-অবরোধের কর্মসূচি চলছে। দলটির নেতাকর্মীরা কর্মসূচি বাস্তবায়নে নাশকতা ও হিংসাত্মক কর্মসূচি চালায়।
দেশব্যাপী হরতাল ও অবরোধে গত ২৯ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ২৭৫টি যানবাহন ভাঙচুর, ২৪টি স্থাপনা ভাঙচুর ও ১১টি অন্যান্যসহ মোট ৩১০ টি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া ২৯০টি যানবাহন, ১৭টি স্থাপনা ও ৬৯টি অন্যান্যসহ মোট ৩৭৬ টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এছাড়া ২ নভেম্বর ঝালকাঠিতে আওয়ামী লীগ অফিস ভাঙচুর, ৫ নভেম্বর পিরোজপুর এবং ৬ ও ১৫ নভেম্বর সিরাজগঞ্জে আওয়ামী লীগের ২টি অফিসে দুবৃর্ত্তরা অগ্নিসংযোগ করেছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান বিষয়টি জানান।
উল্লেখযোগ্য ঘটনার বিষয়ে তিনি জানান, গত ১৯ নভেম্বর গাজীপুরের শ্রীপুর থানাধীন বরমী ইউনিয়নের ১৩২ নম্বর গিলাশ্বর মরহুম আ. জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের তৈরি স্কুলে অগ্নিসংযোগ করা হয়। দুর্বৃত্তদের দেওয়া আগুনে বিদ্যালয়টির ৪টি বেঞ্চ ও ১টি জানালা ক্ষতিগ্রস্ত হয়।