বিএনপি নির্বাচনে আসলে তফসিল পুনর্নির্ধারণ: ইসি আলমগীর
দ্য রিপোর্ট প্রতিবেদক: নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, যদি বিএনপি নির্বাচনে আসে, তাহলে আমরা যে শিডিউল (তফসিল) ঘোষণা করেছি, প্রয়োজনে তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুবিধার্থে সেটি রিশিডিউলড (পুনর্নির্ধারণ) করতে সম্মত আছি।
সোমবার (২৭ নভেম্বর) বেলা১১টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের এ কথা বলেন ইসি আলমগীর।
তিনি আরও বলেন, এবার জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু। সাধারণ ভোটাররা নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যথাযথ ভূমিকা পালন করবে। সংবাদকর্মীরা তাদের নীতিমালা অনুযায়ী সংবাদ সংগ্রহ করবেন। ভোটের দিনটি হবে উৎসবমুখর। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ। মতবিনিময় সভায় জেলায় কর্মরত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।