বিশ্বকাপে ছন্দপতনের কারণ অনুসন্ধানে বিসিবির কমিটি
দ্য রিপোর্ট প্রতিবেদক: সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের স্বপ্ন ছিল সেমিফাইনাল। তবে দুঃস্বপ্নের বিশ্বকাপে ৯ ম্যাচে মাত্র দুটি জয় সাকিব বাহিনীর। পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যর্থ এক বাংলাদেশ। পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করেছে টাইগাররা। এতেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিশ্চিত করেছে তারা। এবার বিশ্বকাপে এমন ছন্দপতনের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। বিসিবির পরিচালক এনায়েত হোসেন সিরাজের নেতৃতে কমিটির বাকি দুই সদস্য হলেন পরিচালক মাহবুবুল আনাম এবং বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আকরাম খান।