আবারও ৫ দিনের হরতাল আসছে
তারেক সালমান ও মাহমুদুল হাসান, দি রিপোর্ট২৪ : নির্বাচনকালীন নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আগামী সপ্তাহে আবারও হরতাল কর্মসূচি আসছে বলে বিএনপি নেতৃত্বাধীন জোট সূত্রে জানা গেছে।
বিএনপি সূত্র জানায়, টানা ৮৪ ঘণ্টার হরতাল শেষে বুধবার সন্ধ্যা ৬টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় করবেন খালেদা জিয়া।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপি সূত্র জানায়, দাবি আদায়ে কোনো ছাড় দেবেন না বিরোধীদলীয় নেত্রী। একই কারণে সরকারকে বাধ্য করতে ও চাপে রাখতে কর্মসূচিতেও ছাড় দেবেন না তিনি। এজন্য আপাতত: হরতাল কর্মসূচিই দেবেন তিনি। এর ধারাবাহিকতায় আসছে সপ্তাহেও টানা হরতাল কর্মসূচি দিচ্ছে বিএনপি। এই কর্মসূচি ৩ দিন থেকে ৫ দিনেরও হতে পারে।
বিএনপি সূত্র জানায়, বুধবারই কর্মসূচি চূড়ান্ত করা হবে। গ্রেপ্তারকৃত সিনিয়র ৫ নেতার জামিন শুনানি হবে বৃহস্পতিবার। শুনানির ফলাফল দেখে হরতালের সীমা নির্ধারণ করা হবে। নেতাদের জামিন দেওয়া না হলে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে রবিবার থেকে সারাদেশে আবারও টানা হরতাল দেওয়া হতে পারে।
জোটের শরীক দল জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) প্রধান শফিউল আলম প্রধান দিরিপোর্ট২৪কে বলেন, বিরোধীদল শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণের দাবি আদায় করতে চায়। কিন্তু সরকার বিরোধীদলের কথায় কর্ণপাত করছে না। বাধ্য হয়েই বিরোধী দলকে হরতালের মতো কর্মসূচি দিতে হচ্ছে।
উল্লেখ্য, ইতোমধ্যে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ২৭, ২৮ ও ২৯ অক্টোবর এবং চলতি মাসের ৪, ৫ ও ৬ নভেম্বর টানা ৬০ ঘণ্টার হরতাল পালন করে। এরপর গত রবিবার থেকে বুধবার পর্যন্ত টানা ৮৪ ঘণ্টার হরতাল কর্মসূচি দেয়। যা শেষ হবে বুধবার সন্ধ্যা ৬টায়। হরতাল চলাকালীন রাজনৈতিক সহিংসতায় সারা দেশে এ কদিনে কমপক্ষে ২২ জনের প্রাণহানির ঘটনা ঘটে।
(দিরিপোর্ট২৪/টিএস/এমএইচ/জেএম/নভেম্বর ১৩, ২০১৩)