জাতীয় পার্টির সঙ্গে আলোচনা সাপেক্ষে আসন ভাগাভাগি: আমু
দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতীয় পার্টির সঙ্গে আলোচনা সাপেক্ষে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়টি নির্ধারিত হবে বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।
মঙ্গলবার (ডিসেম্বর ০৫) সন্ধ্যায় ইস্কাটনের বাসায় ১৪ দল নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আমির হোসেন আমুর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার। কবে নাগাদ শরিকদের সঙ্গে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হবে এমন প্রশ্নের জবাবে ১৪ দল সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, ‘জাতীয় পার্টির সঙ্গে হয়তো কালকে আলাপ হবে, আলাপ হওয়ার পর একটা পর্যায়ে যেতে পারি। কিছু কনফ্লিক্ট হতে পারে, সেগুলো দেখতে হবে। জাতীয় পার্টি, আওয়ামী লীগ, ১৪ দলের মধ্যে কোনো আসনে কনফ্লিক্ট হয় কি না, সেটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকতে পারে। ’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধেই তো আওয়ামী লীগের প্রার্থী আছে। কার বিরুদ্ধে কে থাকবে, কে থাকবে না। কে উইড্র হবে কে উইড্র হবে না, এগুলো এত তাড়াতাড়ি আলোচনার বিষয় না। আমাদের ১৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ’ আমির হোসেন আমু বলেন, ‘আসন বিন্যাসের ঘোষণা আগে যাবে। কিন্তু মূল সব ব্যাপার আরও অপেক্ষা করতে হবে। তারপর জাতীয় পার্টি আছে, জাতীয় পার্টির সঙ্গে আলোচনা হবে। তাদের আসন বিন্যাস হবে। ’ জোটের শরিকরা কত আসন চায় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওনাদের সঙ্গে যে আলোচনা হয়েছে অফ দ্য রেকর্ড, সেটা অফ দ্য রেকর্ডই থাকবে। ’