চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের সাতকানিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ আহত যুবক বদি আলমের (৩৬) মৃত্যু হয়েছে। বদি আলম ওই এলাকার আহমদ করিম ছেলে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, মঙ্গলবার খাগড়িয়া ইউনিয়নের মোহাম্মদখালী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় খোরশেদ আলম ও জামাল উদ্দিন গ্রুপের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ হয়। এ সময় অন্তত ১১ জন গুলিবিদ্ধ হন। নিহত বদি খোরশেদ আলমের অনুসারী।

(দ্য রিপোর্ট/কেএইচসি/এফএস/এনডিএস/সা/এপ্রিল ০৩, ২০১৪)