দ্য রিপোর্ট প্রতিবেদক: সরকার নির্বাচন কমিশনের কোনো কাজেই হস্তক্ষেপ করছে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি জানান, ডিসি, ওসিদের ব্যাপকহারে বদলি করা হচ্ছে, যা আগে কখনও হয়নি।

 

সোমবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, নির্বাচন ও পর্যবেক্ষক নিয়ে নানা শঙ্কার কথা বলা হলেও এখন দেখা যাচ্ছে স্বাভাবিকভাবেই বিদেশি পর্যবেক্ষকরা আসবেন। এর ফলে স্বচ্ছ ও সুন্দর নির্বাচন করা সম্ভব। জানান, স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে থাকবে । তাদের অংশগ্রহণ নির্বাচনকে উৎসবমুখর করবে বলে মনে করেন ড. হাছান মাহমুদ।

পেঁয়াজের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, কিছু ব্যবসায়ী মুনাফার জন্য অসৎ প্রতিযোগিতা করে, যা কাম্য নয়। ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান চালালেও তা যথেষ্ট হচ্ছে না বলে জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী। তবে কিছুদিনের মধ্যেই পেঁয়াজের দাম কমে যাবে বলে আশা করেন তিনি ।