আওয়ামী লীগের পক্ষের চেয়ে বিপক্ষের ভোট বেশি: চুন্নু
দ্য রিপোর্ট প্রতিবেদক: আওয়ামী লীগের পক্ষের চেয়ে বিপক্ষের ভোট বেশি মন্তব্য করে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, যদি নিরীহ ভোটাররা নিরাপদে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, তবে বিপক্ষের সেই সব ভোট জাপা পাবে ও সংসদে সংখ্যাগরিষ্টতা অর্জন করবে।
সোমবার( ১১ ডিসেম্বর) সকালে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ।
মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচন থেকে সরে যাবে না জাতীয় পার্টি। ২০১৪ সালের নির্বাচন নরমাল ছিল না কিন্তু এবার নির্বাচন পরিস্থিতি এখনও নরমাল (স্বাভাবিক) আছে। তবে কোনও উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হলে সে অনুযায়ী সিদ্ধান্ত নেব। সে পর্যন্ত নির্বাচনের মাঠে আছে জাপা।
৭ ডিসেম্বরের আগেই দলের প্রার্থীদের প্রতীকের চিঠি পৌঁছানোর প্রস্তুতি চলছে জানিয়ে মহাসচিব বলেন, বড় দল হিসেবে আওয়ামী লীগ ও নির্বাচন কমিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে যেনও নিরীহ ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে। তবে আসন নিয়ে সমঝোতার আলোচনা এখনও হয়নি।