জি এম কাদের জাতীয় পার্টি দখল করেছেন: রওশন এরশাদ
দ্য রিপোর্ট প্রতিবেদক: জি এম কাদের জাতীয় পার্টি দখল করেছেন বলে শেখ হাসিনাকে জানিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এসমও আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সঙ্গে নির্বাচনী জোট না করতেও শেখ হাসিনাকে অনুরোধ করেন তিনি।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব মো. মসিউর রহমান রাঙা।
তিনি বলেন, নির্বাচন নিয়ে জিএম কাদেরের কর্মকাণ্ডে আমাদের সমর্থন নেই। তিনি জোর করে জাতীয় পার্টি দখল করেছে। তাই জাতীয় পার্টির সঙ্গে যেন কোনো জোট না হয় সেজন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন রওশন এরশাদ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কথা দিয়েছেন দলীয়ে ফোরামে আলোচনা করে তিনি সিদ্ধান্ত জানাবেন। মসিউর রহমান রাঙা বলেন, দলের আড়াই থেকে তিনশ’ নেতাকর্মীকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। যোগ্য প্রার্থিদের মনোনয়ন না দিয়ে অপমান করা হয়েছে।
এর আগে, দুপুর ১২টার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যান বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি। এসময় তার সঙ্গে ছিলেন ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদ এমপি, বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা এমপি, রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ ও মুখপাত্র কাজী মামুনুর রশীদ।