দ্য রিপোর্ট ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসরের নিলাম হয়ে গেল আজ। বুধবার লাহোরের ক্রিকেট একাডেমিতে হওয়া নিলাম থেকে পছন্দের তারকাকে দলে নিয়েছেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা। 

 

টি-টোয়েন্টি এই টুর্নামেন্টে ৬টি ফ্র্যাঞ্চাইজি ৩৪টি ম্যাচে অংশ নিবে। আগামী ১৩ ফেব্রুয়ারি পিএসএল শুরু হয়ে ১৮ মার্চ ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে।

নিলামে থাকা ক্রিকেটারদের ৫টি ক্যাটাগরীতে রাখা হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরী হলো প্ল্যাটিনাম। এরপর ডায়মন্ড, গোল্ড, সিলভার এবং উদীয়মান।

প্ল্যাটিনাম ক্যাটাগরির ভিত্তি মূল্য- ১ লাখ ৪৮ হাজার ৬৬ ডলার। ডায়মন্ড ক্যাটাগরির ভিত্তি মূল্য- ৫২ হাজার ৪৩৩ ডলার। গোল্ড ক্যাটাগরির ভিত্তি মূল্য- ৩৭ হাজার ৪৫২ ডলার। সিলভার ক্যাটাগরির ভিত্তি মূল্য- ১৮ হাজার ৭২৬ ডলাল। উদীয়মান ক্যাটাগরির ভিত্তি মূল্য- ৭ হাজার ৪৯০ ডলার।

পিএসএলের ৬ দলেআছেন যারা-

করাচি কিংস:শান মাসুদ (অধিনায়ক), কায়রন পোলার্ড, ড্যানিয়েল সামস,শোয়েব মালিক, তাবরিজশামসি, মোহাম্মদ নওয়াজ, টিম সেফার্ট, জেমস ভিন্স, হাসান আলি, মোহাম্মদ আমির খান, আনোয়ার আলী, আরাফাত মিনহাস, মীর হামজা, মোহাম্মদ আখলাক, মো. ইরফান নিয়াজি, সিরাজুদ্দিন, সাদ বেগ ওজেমি ওভারটন।

লাহোর কালান্দার্স:শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), ফখর জামান,ডেভিড উইজ, সিকান্দার রাজা,শাই হোপ,আবদুল্লাহ শফিক, রিশি ভেন দার ডুসেন, সাহেবজাদা ফারহান, হারিস রউফ,জামান খান, ইমরান জুনিয়র, আহসান হাফিজ ভাট্টি, ড্যান লরেন্স, মির্জা তাহির বেগ, রশিদ খান, সৈয়দ ফরিদুন মাহমুদ, জাহানদাদ খানওকামরান গোলাম।

ইসলামাবাদ ইউনাইটেড:শাদাব খান (অধিনায়ক), অ্যালেক্স হেলস, কলিন মুনরো, জর্ডান কক্স, টম কুরান, নাসিম শাহ, টাইমাল মিলস, আজম খান, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, ম্যাথিউ ফোর্ড, সালমান আলি আগা, কাসিম আকরাম, রুম্মান রইস, হুনাইনশাহ, উবায়েদ শাহ ওশামিল হুসেন।

পেশোয়ার জালমি:বাবর আজম (অধিনায়ক), নূর আহমেদ, রোভম্যান পাওয়েল, লুঙ্গি এনগিডি,আসিফ আলি, সাইম আইয়ুব, টম কোহলার-ক্যাডমোর, নবীন-উল হক, আমের জামাল, মোহাম্মদ হারিস, সালমান ইরশাদ, আরিফ ইয়াকুব, উমাইর আফ্রিদি, ড্যানিয়েল মসলি, খুররম শাহজাদ, হাসিবুল্লাহ খান, মোহাম্মদ জিশান,মেহরান মুমতাজ।

মুলতান সুলতান:মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), ডেভিড উইলি, ইফতিখার আহমেদ, ডেভিডমালান,ক্রিস জর্ডান, খুশদিল শাহ, উসামা মীর, রেজা হেন্ড্রিক্স, রিস টপলে, আব্বাস আফ্রিদি, তৈয়ব তাহির, শাহনওয়াজ দাহানি, মোহাম্মদ আলী, উসমান খান, ইহসানউল্লাহ, ফয়সাল আকরাম, ইয়াসির খানওআফতাব ইব্রাহিম।

কোয়েটা গ্ল্যাডিয়েটরস:সরফরাজ আহমেদ (অধিনায়ক),জেসন রয়, রিলি রুশো,সৌদ শাকিল, উইল স্মিত, শেরেফানি রাদারফোর্ড, মোহাম্মদ আমির,ওয়ানিন্দু হাসরাঙ্গা, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র,আবরার আহমেদ,সাজ্জাদ আলী জুনিয়র, উসমান কাদির, ওমাইর বিন ইউসুফ, খাজা নাফায়, আদিল নাজ, আকিল হোসেন ওসোহেল খান।