বিজয় দিবসে মাঠে নামছে সাবেক ক্রিকেটাররা
দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রতিবছরের ন্যায় এবারও মহান বিজয় দিবসে প্রদর্শনী ম্যাচ খেলবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ ২ ক্রিকেটারের প্রতি শ্রদ্ধা জানাতেই এই ম্যাচের আয়োজন করে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (১৬ ডিসেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারের প্রদর্শনী ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়। বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের জন্য আজ শহীদ মোস্তাক ও শহীদ জুয়েল নামে দুই দল ঘোষণা করেছে বিসিবি।
সংস্থাটি জানিয়েছে, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সকাল ১০টা ৪০ মিনিটে টস হওয়ার পর ম্যাচ শুরুর আগে সকল মুক্তিযোদ্ধাদের স্মরণে পালন করা হবে এক মিনিটের নীরবতা। এরপর জাতীয় সংগীত গাওয়া হবে। সকল আনুষ্ঠানিকতা শেষে বেলা ১১টায় শুরু হবে ম্যাচ।
শহীদ মোস্তাক একাদশ:মেহরাব হোসেন অপি, তুষার ইমরান, হাবিবুল বাশার সুমন, নিয়ামুর রশিদ রাহুল, সেলিম শাহেদ, মোহাম্মদ সেলিম, মোরশেদ আলী খান, হাসানুজ্জামান ঝরু, এহসানুল হক সেজান, সাজ্জাদ আহমেদ শিপন, শফিউদ্দিন আহমেদ বাবু, খান আবদুর রাজ্জাক, মিজানুর রহমান বাবুল, গাজী আশরাফ হোসেন লিপু, মোহাম্মদ আলী।
শহীদ জুয়েল একাদশ:জাভেদ ওমর বেলিম, খালেদ মাসুদ পাইলট, মুশফিকুর রহমান বাবু, মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, আনোয়ার হোসেন (উইকেট রক্ষক), খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, জি এস হাসান তামিম, ডলার মাহমুদ, রবিউল ইসলাম, ফাহিম মুনতাসির সুমিত, ফয়সাল হোসেন ডিকেন্স, সাজেদুল ইসলাম, এএসএম রকিবুল হাসান।