বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ডিএসইর শ্রদ্ধা
দ্য রিপোর্ট প্রতিবেদক: শহিদ বুদ্ধিজীবী দিবস আজ। দিবসটি স্মরণে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর রায়ের বাজার শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ডিএসইর পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. আফজাল হোসেন, মো. শহীদুল ইসলাম, প্রধান আর্থিক কর্মকর্তা সাত্বিক আহমেদ শাহ, প্রধান রেগুলেটরি কর্মকর্তা খাইরুল বাসার আবু তাহের মোহাম্মদ এবং জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।