সরকার গণতন্ত্রকে হত্যা করে বাকশাল টু কায়েম করেছে: ড. মঈন খান
দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মঈন খান বলেছেন, সরকার গণতন্ত্রকে হত্যা করে বাকশাল টু (২) কায়েম করেছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকার নির্বাচন নয়, ভোট ও নির্বাচন ভাগাভাগি করছে। যা দেশের জন্য কলঙ্কের অধ্যায়। ক্ষমতায় থাকতে সরকার বুলেট ব্যবহার করছে। ক্ষমতা চিরস্থায়ী নয়, বিএনপি আন্দোলনের মাধ্যমে ভোটের অধিকার ফিরিয়ে আনবো। গণতন্ত্র ফিরিয়ে আনবে জনগণ।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছি, কোটি কোটি মানুষকে সম্পৃক্ত করেছি। আমরা লগি বৈঠার রাজনীতি করি না। বিএনপি লগি বৈঠার রাজনীতি করে না।
আগামীতে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়ে এদেশে গণতন্ত্র, মানবধিকার, শান্তি ফিরে আনব ইনশাআল্লাহ।
একই জায়গায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিজয় দিবসে বলতে হয় দেশে কোনো গণতন্ত্র নেই। সরকার নির্বাচনী খেলা শুরু করেছে, আসন ভাগাভাগি শুরু করেছে। ৭ জানুয়ারির নির্বাচন একটি রসিকতা। এটা কোন নির্বাচন না। জনগণের অর্থ অপচয় করে আরেকটি প্রহশনের নির্বাচন করছে সরকার।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম ও বেগম সেলিমা রহমান, কেন্দ্রীয় সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।