চট্টগ্রামে জামায়াত-শিবিরের ২৫ নেতাকর্মী আটক
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের পটিয়ায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫ জামায়াত-শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার মধ্য রাত থেকে বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দীন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক সকলেই জামায়াত-শিবিরেরকর্মী। তারা সকলেই নাশকতা, সংঘর্ষসহ বিভিন্ন মামলার আসামি।
(দ্য রিপোর্ট/কেএইচসি/এফএস/এমসি/আরকে/এপ্রিল ০৩, ২০১৪)