দ্য রিপোর্ট প্রতিবেদক: কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক গোমর ফাঁস করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

সোমবার (১৮ ডিসেম্বর) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার যে বিএনপি নেতাকর্মীদের সম্পূর্ণ মিথ্যা সাজানো মামলায় জেলে রেখে এবং বাড়ি-ঘর ছাড়া করেছে, তার গোমর ফাঁস করেছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

তিনি বলেন, কৃষিমন্ত্রী আরও বলেছেন বিএনপিকে প্রস্তাব দেওয়া হয়েছিল নির্বাচনে এলে ভোট পেছানো হবে। এমনকি এক রাতে বিএনপির সব নেতাকে জেল থেকে মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু বিএনপি রাজি হয়নি। কৃষিমন্ত্রীর এই স্বীকারোক্তি প্রমাণ করে, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা করে পুলিশি তাণ্ডব-হত্যাকাণ্ড থেকে শুরু করে চলমান যত সহিংসতা, মিথ্যা মামলা, গ্রেফতার, হুলিয়া, হত্যা, বিএনপিসহ বিরোধীদলের বাড়ি-ঘরে হামলা-তল্লাশি, ভাঙচুর-গৃহছাড়া-আটক বাণিজ্য সবকিছু পূর্ব পরিকল্পিত। শেষ পর্যন্ত আওয়ামী লীগের এই প্রভাবশালী মন্ত্রী হাটে হাড়ি ভেঙে দিলেন।

রিজভী আরও বলেন, বিচার বিভাগ গণভবনের গতিতে চলছে। মানুষের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগকে কার্যত আওয়ামী লীগের একটি ইউনিটে পরিণত করা হয়েছে। সবকিছুই আওয়ামী লীগ সরকারের হাতে বন্দী।