দ্য রিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাক্কানি পাল্প পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল ১৮ ডিসেম্বর কোম্পানির পর্ষদ সভায় মূলধন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

 

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৭০ লাখ এবং ৯০ লাখ সাধারণ শেয়ার ১০ টাকা মূল্যে ইস্যু করবে। কোম্পানির উদ্যোক্তা পরিচালক এবং সাধারণ শেয়ারহোল্ডাররা এই শেয়ার কিনতে পারবে।

হাক্কানি পাল্প শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তোলন করবে।

কোম্পানিটি শেয়ারহোল্ডার এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি নেওয়ার জন্য ইজিএম আহ্বান করেছে।

আগামী ১ ফেব্রুয়ারি সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানির ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।