দ্য রিপোর্ট ডেস্ক: হাঙ্গেরি সফরে গেলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। দুই দেশের মধ্যে বাণিজ্য ও প্রতিরক্ষা সম্পর্ক আরো বাড়ানোর ঘোষণা।

 

সোমবার (১৮ ডিসেম্বর) বুদাপেস্টে এরদোয়ানের হাতে সামরিক সম্মান তুলে দেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বান। গত চার মাসে এটা এরদোয়ানের দ্বিতীয় হাঙ্গেরি সফর। দুই দেশের মধ্যে সম্পর্কের একশবছর পূর্ণ হয়েছে। তাই এই সফর একটা বাড়তি গুরুত্ব পেয়েছে।

তুরস্ক ও হাঙ্গেরি দুই দেশই ন্যাটোর সদস্য এবং তারা সুইডেনের ন্যাটো সদস্য হওয়ার বিরোধিতা করেছে। তবে সুইডেন নিয়ে এই সফরে এরদোয়ান বা অর্বান কোনো মন্তব্য করেননি। তবে হাঙ্গেরির প্রেসিডেন্ট নোভাক অনেকটা, সময় এরদোয়ানের সঙ্গে ছিলেন। তিনি জানিয়েছেন, এরদোয়ান ও অর্বান নয়াটোর সম্প্রসারণ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন।

অর্বান বলেছেন, আমরা প্রতিরক্ষা ও বাণিজ্য-সম্পর্ক আরো বাড়াতে চাই। সাংবাদিকদের তিনি বলেন, আমরা এমন সঙ্গী চাই, যাদের সঙ্গে মিলে আমরা জিততে পারি। তুরস্ক ও হাঙ্গেরি মিলে একুশ শতকে জয় পাবে।

এরদোয়ান জানিয়েছেন, এখন দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ চারশ কোটি ইউরো। তা বাড়িয়ে ছয়শ কোটি ইউরো করার জন্য দুই দেশ কাজ করবে।

অর্বান এরদোয়ানকে একটি ঘোড়া উপহার দিয়েছেন এবং এরদোয়ান অর্বানকে একটি ইলেকট্রিক গাড়ি উপহার দিয়েছেন।

তবে ইসরায়েল নিয়ে দুই নেতার অবস্থান পুরোপুরি আলাদা। তারা প্রকাশ্যে এই নিয়ে একটা কথাও বলেননি।