আইপিএলে সর্বোচ্চ দাম পাওয়া দুই ক্রিকেটারই অস্ট্রেলিয়ার
দ্য রিপোর্ট ডেস্ক: আইপিএলের আসন্ন আসরের আগে গত ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেছে মিনি নিলাম। যেখানে সর্বোচ্চ দাম পাওয়া দুই ক্রিকেটারই অস্ট্রেলিয়ার। প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক দু’জনেই পারিশ্রমিক পাবেন ২০ কোটি রুপির বেশি করে।
তবে, এই দুই অজির মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়ে প্রশ্ন তুলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।
ডি ভিলিয়ার্স বলছেন, কামিন্স ও স্টার্ক, দু’জনই অবিশ্বাস্য ভালো বোলার। তবে সত্যিটা হচ্ছে, এতোটা দামের যোগ্য ছিলো ওরা? এতেই বোঝা গেছে এবার ফাস্ট বোলারদের চাহিদা বাড়তি। সে কারণে অবিশ্বাস্য অঙ্কে পৌঁছে গেছে দাম। এবারের অকশনে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড হয়েছে দু’বার।
চেন্নাই একাদশে কী সুযোগ পাবেন মুস্তাফিজচেন্নাই একাদশে কী সুযোগ পাবেন মুস্তাফিজ
শুরুতে স্যাম কারানের রেকর্ড ভেঙে ২০ কোটি ৫০ লাখ রুপিতে হায়দরাবাদে যান প্যাট কামিন্স। ঘণ্টা দুয়েক পরই সেই রেকর্ড ভেঙে দেন মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে কিনে নেয় কলকাতা। যা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ড।