৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু
দ্য রিপোর্ট প্রতিবেদক: ঘন কুয়াশা কেটে যাওয়ায় শরীয়তপুরের নরসিংহপুর ও চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ৬ ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার সকাল ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।
তিনি জানান, শুক্রবার মধ্যরাত থেকে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এছাড়া ঘাটের অদূরে চ্যানেলের মধ্যে ৩টি ফেরি নোঙর করে রাখা হয়েছে। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে শনিবার সকাল ৯টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। তবে এই নৌরুটের মাঝপথে নিরাপত্তার জন্য চরলক্ষ্মী চ্যানেলে ফেরি কামিনী নোঙর করে রাখা হয়েছিল।
তিনি আরও জানান, যানবাহন পারাপারের জন্য এই রুটে ছোট-বড় পাঁচটি ফেরি রয়েছে।