দ্য রিপোর্ট প্রতিবেদক:  আগামী শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি সব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তিতে ইউনিক আইডির তথ্য এন্ট্রি করতে নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

 

এতে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন ‘প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্প’-এর অধীনে শিক্ষার্থীদের ইউনিক আইডি প্রদানে সব উপজেলায় সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের তথ্য আগামী ১ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারির মধ্যে এন্ট্রি করে নতুন শিক্ষা বছরে ভর্তি/পুনঃ ভর্তি সম্পন্ন করার জন্য বলা হলো।

প্রত্যেক শিক্ষার্থীর মৌলিক ও শিক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য এক জায়গায় রাখার উদ্দেশ্যেই ইউনিক আইডি তৈরি করা হচ্ছে।

শিক্ষার্থীর বয়স ১৮ বছর পূর্ণ হলে এ আইডিই জাতীয় পরিচয়পত্রে রূপান্তরিত হবে।
মূলত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থী অর্থাৎ যাদের বয়স ১৮ বছরের নিচে, তাদের তথ্য সিস্টেমের আওতায় আনাই ইউনিক আইডির মুখ্য উদ্দেশ্য।