দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপিকে সন্ত্রাসী দল উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, নেতৃত্বের অপরিপক্বতায় দলটি ধ্বংসের মুখে পড়েছে। সোমবার সকালে সিলেট নগরীর নয়াসড়ক এলাকায় গণসংযোগ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সন্ত্রাসী দল, তাই বাংলাদেশের জনগণ তাদের সমর্থন করে না। তারা নেতৃত্বের অপরিপক্বতার কারণে ধ্বংসের মুখে।

এক প্রশ্নের জবাবে একে আব্দুল মোমেন বলেন, বিদেশিরা চায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমরাও চাই সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন৷

‘সে ক্ষেত্রে যারা নির্বাচন বাধাগ্রস্ত করবে, তাদের ওপর বিদেশিরা ভিসা নীতি গ্রহণ করবে,’ বলেন পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার পথে থাকলেও বিএনপি তাতে বাধা দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আর ভোটে বাধাদানকারী বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ঘোষণা অনুযায়ী ভিসা নীতি প্রয়োগের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন তিনি।

গত মে মাসে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানে উৎসাহ দিতে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

নির্বাচনে অনুষ্ঠানে যে বাধা সৃষ্টি করবে তাকেই নতুন ভিসা নীতির আওতায় আনা হবে বলে মার্কিন কর্মকর্তারা ঘোষণা দিয়েছে রেখেছেন।

এদিকে শুরু থেকেই আসন্ন ভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে দলটির পক্ষ থেকে সহিংস কর্মসূচি চালানো হচ্ছে।

ভোট বর্জন ও প্রতিহত করতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি, এমনকি সরকারকে খাজনা, কর ও বিভিন্ন সেবার বিল না দিতে জনগণকে অনুরোধ জানানো হয়েছে।

বিএনপির সহিংস কর্মসূচিতে প্রায় প্রতিদিনই দেশের নানাস্থানে বাস, ট্রেনসহ বিভিন্ন যানবাহনে আগুন দেয়া হচ্ছে। এতে বাড়ছে সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা।