দ্য রিপোর্ট ডেস্ক: ইসরায়েলের বিমান হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জ্যেষ্ঠ উপদেষ্টা সাইদ রাজি মৌসাভি নিহত হয়েছেন। আজ সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কের বাইরে ইসরায়েলের বিমান হামলায় মৃত্যু ঘটে তাঁর।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা সাইদ রাজি মৌসাভির মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা বলছে, দামেস্কের উপকণ্ঠের জেইনাবিয়া জেলায় ‘ইহুদিবাদী শাসকদের’ হামলায় মৌসাভি নিহত হয়েছেন।সাইদ রাজি মৌসাভিকেরেভল্যুশনারি গার্ড কর্পসের সবচেয়ে অভিজ্ঞ উপদেষ্টা হিসেবে বর্ণনা দেওয়া হচ্ছে। কিন্তু সাইদির নিহত হওয়ার ব্যপারে এখনো কোন মতামত পাওয়া যায়নি ইসরায়লের।

প্রসঙ্গত,সিরিয়ায় ইরানের শীর্ষ কমান্ডার হিসেবে কাজ করতেন সাইদ রাজি মৌসাভি। তিনি সিরিয়া ও ইরানের মধ্যকার সামরিক জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করতেন। এছাড়া, রেভল্যুশনারি গার্ডের এলিট বাহিনী কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির অন্যতম ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ছিলেন সাইদ রাজি।