আরো বাড়লো হজযাত্রী নিবন্ধনের সময়
দ্য রিপোর্ট প্রতিবেদক: আগামী বছরের জন্য হজযাত্রী নিবন্ধনের সময় আবারও বাড়িয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ফলে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এ নিবন্ধন করতে পারবেন হজযাত্রীরা।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে ২০২৪ সালের হজে যেতে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্টদের জন্য এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।
এতে বলা হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে হজ চুক্তির আগেই হজযাত্রীর চূড়ান্ত সংখ্যা জানানোর তাগিদ থাকে। এ সত্ত্বেও বিশেষ বিবেচনায় সরকারি ও বেসরকারি মাধ্যমে হজযাত্রী নিবন্ধনের সময় ১৮ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। এ সময়ের মধ্যে ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন অথবা প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে।
প্রাথমিক নিবন্ধন করা হলে প্যাকেজের অবশিষ্ট মূল্য ২৯ ফেব্রুয়ারির মধ্যে একই ব্যাংকে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ ছাড়া হজে যাওয়া যাবে না এবং প্রদত্ত অর্থ ফেরত দেয়া হবে না। এর আগে হজযাত্রী নিবন্ধনের সময় ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত।