নির্বাচনের পর নিষেধাজ্ঞা নিয়ে ভয়ের কারণ নেই: পররাষ্ট্রসচিব

দ্য রিপোর্ট প্রতিবেদক: পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, জাতীয় নির্বাচনের পর নিষেধাজ্ঞা আসা না আসা নিয়ে এখনই অস্থির হওয়ার বা ভয়ের কোনো কারণ নেই। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
জাতীয় নির্বাচনের পর নিষেধাজ্ঞা আসবে কি না, এ নিয়ে সরকারের কোনো প্রস্তুতি আছে কি না জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, আমরা সবচেয়ে খারাপটা চিন্তা করব কেন? আমাদের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতির কথা, প্রধানমন্ত্রী বলেছেন। নির্বাচন কমিশন সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, কাজ করে যাচ্ছে। আমরাও আশা করছি, একটা সুষ্ঠু নির্বাচন হবে। সেজন্য আমরা সবাই কাজ করছি।
তিনি বলেন, আশা করছি নির্বাচন ভালো হবে। আর নির্বাচনের সময় যদি কোনো রকমের সমস্যা হয়, সেটা তখন আমরা দেখব। আমরা এই মুহূর্তে মনে করছি না, নির্বাচন সুষ্ঠু হবে না। যদি সে রকম পরিস্থিতি (নির্বাচন যদি সুষ্ঠু না হয়) আসে, তখন আমরা নিশ্চয়ই পদক্ষেপ নেব। আগে থেকে আমরা কেন চিন্তা করব?
এক প্রশ্নের উত্তরে মাসুদ বিন মোমেন বলেন, আমরা আশা করছি সুষ্ঠু নির্বাচন হবে। কোনো পার্টিকুলার (নির্দিষ্ট) দেশ যদি মনে করে, নিষেধাজ্ঞার ইস্যু যদি আসে, তখন আমরা সেটি দেখব। এর জন্য এখনই অস্থির হয়ে যাওয়া বা ভীতিরকোনো কারণ তো আমরা দেখছি না।