শীর্ষ ব্রোকার হাউজের সঙ্গে আজ বৈঠকে বসবে বিএসইসি
দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে বুধবার (৩ জানুয়ারি) শীর্ষ ব্রোকার হাউজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার বিকেল ৪টায় বিএসইসির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
জানা যায়, শীর্ষ ২০ ব্রোকার হাউজের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।
সম্প্রতি বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, পুঁজিবাজারে গভর্নেন্সের বিষয়ে ইতিমধ্যে কঠোর হওয়া শুরু করেছি। নির্বাচনের পর থেকে আরও কঠোর হবো।