শত কোটি টাকার বেশি সম্পদশালী ২৭ জন প্রার্থী: সুজন
দ্য রিপোর্ট প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে স্থাবর-অস্থাবর মিলিয়ে শত কোটি টাকার বেশি সম্পদশালীর তালিকায় রয়েছেন ২৭ জন প্রার্থী। যার মধ্যে অর্থমন্ত্রী, পাট ও বস্ত্র মন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ আরো অনেক হেভিওয়েট প্রার্থী রয়েছেন।
বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের হলফনামার তথ্য বিশ্লেষণ করে এমন প্রমাণ পেয়েছে সংগঠনটি।
সুজনের তথ্য বলছে, স্থাবর-অস্থাবর মিলিয়ে শত কোটির বেশি সম্পদশালীর তালিকায় শীর্ষে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী গোলাম দস্তগীর গাজী, সম্পদমূল্য ১ হাজার ৪৫৭ কোটি ৭১ লাখ টাকা।
দ্বিতীয় অবস্থানে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এ কে একরামুজ্জামান, সম্পদমূল্য ৪৯৭ কোটি ৬৪ লাখ টাকা। তৃতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কুমিল্লা-৮ আসনের প্রার্থী আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন, সম্পদমূল্য ৩৭২ কোটি ৩০ লাখ টাকা।