দ্য রিপোর্ট প্রতিবেদক: সোশ্যাল ইসলামী ব্যাংকে ‘ইন্টারনাল অডিট অ্যান্ড ব্যাংক ইনস্পেকশন’ শীর্ষক কর্মশালা ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে ১০ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে।

 

প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম কর্মশালার উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমানসহ সংশ্লিষ্ট বিভাগের প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওয়ার্কশপে অংশগ্রহণ করেন ব্যাংকের ইন্টারনাল ক্রেডিট অ্যান্ড কন্ট্রোল বিভাগ ও শরী’আহ সুপারভাজরী কমিটি সেক্রেটারিয়েটের সব কর্মকর্তা।