দুর্নীতি একদিনেই বন্ধ করা যাবে না: পরিকল্পনামন্ত্রী
দ্য রিপোর্ট প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম বলেছেন, দুর্নীতি একদিনেই বন্ধ করা যাবে না। যদিও এটি জাতীয় ইস্যু, এটি রাষ্ট্রীয় ও বৈশ্বিক বিষয়ের সঙ্গে যুক্ত মনে করি।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্নীতি নিয়ে আমাদের সংগ্রাম ও জিহাদ চলছে। দুর্নীতির ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
রোববার (১৪ জানুয়ারি) দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে তিনি নিজ দপ্তরে যোগ দিয়ে সচিব, যুগ্ম-সচিবসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
মন্ত্রী বলেন, আজই প্রথম সবার কথা শুনেছি, প্রাথমিক বিফ্রিং হয়েছে, নতুন অর্গানোগ্রাম বুঝতে হবে। তবে যতটুকু বুঝেছি আমাদের পাইপলাইনে অনেক প্রকল্প রয়েছে, ফরেন প্রকল্পগুলোতে আমি আগ্রহের কথা বলেছি। ফরেন যত প্রকল্প রয়েছে, যত দ্রুত সম্ভব বাস্তবায়ন হবে।