দ্য রিপোর্ট প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি নারী আসনের নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হতে পারে। তবে আসন বণ্টনের পর সে অনুযায়ী নির্বাচন হবে।

 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।

তিনি বলেন, সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের তালিকা, যারা ভোটার হবেন তাদের তালিকা আমরা পেয়েছি। ভোটার তালিকা যেভাবে প্রকাশিত হয় সেভাবে খসড়া তালিকা প্রকাশ হবে। প্রকাশ হওয়ার পর যদি কোনো আপত্তি না থাকে, এটাই ভোটার তালিকা হবে। পরবর্তীতে কমিশনের অনুমোদনক্রমে তফসিল ঘোষণা হবে। তারপর নির্বাচনের প্রয়োজন হলে হবে, আর না হলে হবে না।

কবে নাগাদ তফসিল হতে পারে এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব অশোক কুমার বলেন, আগামী সপ্তাহে আমরা এটি (প্রস্তাবনা) কমিশনে উঠাবো। কমিশন অনুমোদন দিলে তফসিল ঘোষণা হবে। আগামী সপ্তাহে তফসিল হলে ফেব্রুয়ারিতে ভোট হবে।