দ্য রিপোর্ট প্রতিবেদক: কর্মক্ষেত্রে সবার সুরক্ষা নিশ্চিত করার নিরবচ্ছিন্ন প্রচেষ্টার অংশ হিসেবে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি'র কর্পোরেট অফিসে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহায়তায় বিশেষ অগ্নিনির্বাপণ মহড়া করা হয়েছে।

 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১০টায় অগ্নিনির্বাপণ মহড়ায় ওয়ালটন কর্পোরেট অফিসের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

অগ্নিনির্বাপণ মহড়ায় শেখ মো. গোলাম মোস্তফার সঞ্চালনায় অতিথি হিসেবে ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান এবং প্রধান অতিথি হিসাবে এএমডি মেজর জেনারেল (অব.) ইবনে ফজল শায়েখুজ্জামান উপস্থিত সবার উদ্দেশে বক্তব্য রাখেন।

ফায়ার সার্ভিসের বারিধারা স্টেশনের ইনচার্জ মনিরুল ইসলাম অগ্নিনির্বাপণ, আহত ব্যক্তিদের উদ্ধার এবং নিরাপদ বহির্গমন বিষয়ে বক্তব্য রাখেন ও প্রশিক্ষণ দেন।