সাত বীরশ্রেষ্ঠের ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে বিপিএলের ট্রফি উন্মোচন
দ্য রিপোর্ট ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে নানা আলোচনা-সমালোচনা থাকে সবসময়ই। তবে এবারের আসরের ট্রফি উন্মোচন করে প্রশংসিত হচ্ছে বিসিবি।
ঢাকা সেনানিবাসে সাত বীরশ্রেষ্ঠের ভাস্কর্যেরসামনে দাঁড়িয়ে ফ্র্যাঞ্চাইজি অধিনায়করা ছবি তোলেন।
অবশ্য সিলেট স্ট্রাইকার্সের প্রতিনিধি হিসেবে ছিলেন মোহাম্মদ মিঠুন। দলটির নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মর্তুজা, সহকারী হিসেবে থাকবেন মোহাম্মদ মিঠুন।
ফরচুন বরিশালের হয়ে ছিলেন তামিম ইকবাল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম, খুলনা টাইগার্সের এনামুল হক বিজয়, রংপুর রাইডার্সের নুরুল হাসান সোহান, কুমিল্লা ভিক্টোরিয়ানসের লিটন দাস এবং দুর্দান্ত ঢাকা মোসাদ্দেক হোসেন সৈকত উপস্থিত ছিলেন।
১৯ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে দুর্দান্ত ঢাকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল। এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ইস্পাহানী চা।