বেনাপোল সংবাদদাতা : বেনাপোল স্থলবন্দরে হরতালের কারণে পণ্য খালাস করা সম্ভব হয়নি। ব্যবসায়ী ও সরকারের রাজস্ব  ক্ষতি পুষিয়ে নিতে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার খোলা থাকবে বলে ঘোষণা দিয়েছে বেনাপোল কাস্টমস বিভাগ।

কাস্টমস সূত্রে জানা যায়, হরতালের কারণে ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। দৈনিক রাজস্ব আদায় দশ কোটি টাকা না হওয়াতে সাপ্তাহিক ছুটির দিন বেনাপোল বন্দর সংশ্লিষ্ট অফিস, কাস্টমস, ব্যাংক ও বীমা অফিস খোলা থাকবে।

বন্দরের ট্রাফিক পরিচালক তোফাজ্জেল হোসেন জানান, জাতীয় রাজস্ব বোর্ড থেকে কাস্টমস অফিসকে নির্দেশ দেওয়ার পর ক্ষতি পুষিয়ে নিতে সাপ্তাহিক ছুটির দিনে পণ্য খালাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

(দিরিপোর্ট২৪/এফএস/এমনসি/নভেম্বর ১৩, ২০১৩)