দ্য রিপোর্ট প্রতিবেদক: শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসকে ‘হেনস্তা’ করা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো ১২ মার্কিন সিনেটর। সেই চিঠির প্রত্যাখ্যান করে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের আইনজীবী খুরশীদ আলম খান বলেছেন, কোন দেশের কোন সিনেটর কী বললো আমরা সেগুলো গায়ে মাখি না।

 

বুধবার (২৪ জানুয়ারি) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, তাদের বক্তব্য অবান্তর, অযৌক্তিক এবং বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থায় সরাসরি হস্তক্ষেপের সামিল। বিভিন্ন জায়গা থেকে বায়াস্ট হয়ে না জেনে না শুনে তাদের এমন বক্তব্য দেয়াকে আমি মনে করি, বিচার ব্যবস্থায় অযাচিত হস্তক্ষেপ।

খুরশীদ আলম খান বলেন, সিনেটররা শ্রম আদালতের রায়টি পড়ুক, বিচার বিশ্লেষণ করে তারপর বক্তব্য দিক। না পড়ে, না শুনে মন্তব্য করা সরাসরি বাংলাদেশে বিচার ব্যবস্থাকে হস্তক্ষেপের সামিল। যদিও আমরা এগুলো আমলে নেই না, পাত্তা দেই না। কোন দেশের কোন সিনেটর কী বলল আমরা সেগুলো গায়ে মাখি না।