ফিলিপাইনে চাল লুট করতে গিয়ে ৮ জনের মৃত্যু
দিরিপোর্ট২৪ ডেস্ক : ঘূর্ণিঝড় হাইয়ান বিধ্বস্ত ফিলিপাইনে সরকারি চালের গুদাম লুট করতে গিয়ে পিষ্ট হয়ে অন্তত আটজন নিহত হয়েছেন।
দেশটির জাতীয় খাদ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র রেক্স এস্তোপেরেজ জানান, লেয়েটের অ্যালানগালান পৌরসভায় মঙ্গলবার এ লুটপাটের ঘটনা ঘটে। হাজার হাজার মানুষ লুটপাট শুরু করলে পুলিশ ও সেনা সদস্যরা অসহায় হয়ে পড়ে।
লুটপাটের সময় একটি দেয়াল ভেঙে পড়লে আটজন নিহত হন বলে জানান তিনি। এসময় এক লাখেরও বেশি চালের বস্তা লুট করা হয় বলে জানান তিনি।
তিনি আরো বলেন, ওই এলাকায় আরো চালের গুদাম আছে। তবে নিরাপত্তার খতিরে তিনি ওই চালের গুদামগুলোর অবস্থান জানাননি। সূত্র: এপি।
(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ১৩, ২০১৩)