দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ ফাইন্যান্সের সঙ্গে ব্যাংকক ডুসিট মেডিক্যাল সার্ভিসেস এর চিকিৎসা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানী গুলশানের একটা হোটেলে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়।

 

বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে প্রতিষ্ঠানটির গ্রুপ সিএফও মো. সাজ্জাদুর রহমান ভূঁইয়া এবং ব্যাংকক ডুসিট মেডিক্যাল সার্ভিসেস এর পক্ষে প্রতিষ্ঠানের সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ধুন ডামরংসাক ও মার্কেটিং ডিরেক্টর খুন জিয়ারানাই চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী এখন থেকে বাংলাদেশ ফাইন্যান্সের কর্মকর্তা, তাদের পরিবারের সদস্য এবং প্রতিষ্ঠানটির গ্রাহকেরা ব্যাংকক হাসপাতালে কম খরচে বিশেষ সুবিধায় চিকিৎসা সেবা পাবেন। শুধু তাই নয়, চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ভিসা প্রক্রিয়াগত সহযোগিতাসহ সার্বিক বিষয়ে দেখভালের দায়িত্বেও নিয়োজিত থাকবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সের কোম্পানি সেক্রেটারি মুন্সি আবু নাঈম, হেড অব এইচআর আশেকুল আরেফিন পাটোয়ারি, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার মো. আশিকুর রহমানসহ অন্যরা।