মেট্রোরেলের ট্রেন চলাচল সাময়িক বন্ধ
দ্য রিপোর্ট প্রতিবেদক: সিগনাল সিস্টেমে অসুবিধার কারণে মেট্রোরেলের ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।
রোববার (০৪ ফেব্রুয়ারি) বেলা ২টা ৪৫ মিনিটের পর উত্তরা থেকে মতিঝিল ও মতিঝিল থেকে উত্তরা স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ট্রেন ১৫ মিনিটের বেশি স্টেশনে দাঁড়িয়ে আছে এমন পোস্ট করেছেন। পুলিশের উপ-মহাপরিদর্শক জিহাদুল কবির (এমআরটি পুলিশের প্রধান) বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো বন্ধ আছে। তিনি নিজেও এই বিষয়ে খোঁজ নিচ্ছেন।
এ বিষয়ে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১) উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, এই মুহূর্তে সম্পূর্ণ মেট্রোরেল সার্ভিস বন্ধ আছে। সিগনাল সিস্টেমে অসুবিধার কারণে বিগত ২০ থেকে ২৫ মিনিট রেল সার্ভিসটি বন্ধ রাখা হয়েছে। লাইনের সমস্যার সমাধান হওয়ার সঙ্গে সঙ্গে মেট্রোরেল সার্ভিস আবার চালু করা হবে। ফেসবুকে আহসান হাবিব নোবেল নামে একজন ট্রাফিক অ্যালার্ট গ্রুপে ২টা ৩৭ মিনিটে লিখেছেন পল্লবী স্টেশনে আসার আগে হুট করে কিছু লাইট ও এসি বন্ধ হয়ে গেল। এখন ট্রেন দাঁড়িয়ে আছে।