দ্য রিপোর্ট ডেস্ক: শততম ওয়ানডেতে সেঞ্চুরি ও শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছিলেন ডেভিড ওয়ার্নার। এবার শততম টি ২০-তেও ৩৬ বলে ৭০ রানের টর্নেডো ইনিংস খেলে ম্যাচসেরা হলেন অসি ওপেনার।

 

নিউজিল্যান্ডের রস টেলর ও ভারতের বিরাট কোহলিরর পর তৃতীয় ক্রিকেটার হিসাবে তিন সংস্করণেই অন্তত ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়া ওয়ার্নারের বিধ্বংসী ব্যাটিংয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম টি ২০-তে ওয়েস্ট ইন্ডিজকে ১১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।

শুক্রবার হোবার্টে ৪১৫ রানের ম্যাচে দুদলের ইনিংসই এগিয়েছে একই গতিতে। ওয়ার্নার ও জশ ইঙ্গলিসের (২৫ বলে ৩৯) ৯৩ রানের উদ্বোধনী জুটির সহায়তায় সাত উইকেটে ২১৩ রান তুলেছিল অস্ট্রেলিয়া। শেষদিকে মাত্র ১৭ বলে ৩৭* রান করেন টিম ডেভিড। আন্দ্রে রাসেল নেন তিন উইকেট।

জবাবে উইন্ডিজের দুই ওপেনার ব্রেন্ডন কিং (৩৭ বলে ৫৩) ও জনসন চার্লসও (২৫ বলে ৪২) গড়েন ৮৯ রানের বিস্ফোরক জুটি। এরপর নামে ধস্। শেষদিকে জেসন হোল্ডারের ১৫ বলে ৩৪* রানের ঝড়ো ইনিংসের পরও আট উইকেটে ২০২ রানে থামে উইন্ডিজ। ২৬ রানে তিন উইকেট নেন অ্যাডাম জাম্পা।

টেস্ট ও ওয়ানডেকে বিদায় জানানোর পর দেশের হয়ে প্রথম খেলতে নেমেই ম্যাচসেরা হয়ে ওয়ার্নার বুঝিয়ে দিলেন ২০২৪ টি ২০ বিশ্বকাপ মাতাতে প্রস্তুত তিনি।