সীতাকুণ্ডে গাড়িতে আগুন-ভাঙচুর
সীতাকুণ্ড সংবাদদাতা : উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ পাহারায় থাকা যানবাহনে মঙ্গলবার রাত সাড়ে ১২টায় হামলা চালিয়েছে হরতাল সমর্থকরা। এ সময় ৮টি গাড়িতে আগুন ও আরও ২০টি যানবাহনে ভাঙচুর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে আটকে পড়া পণ্যবাহী ট্রাক-কাভার্ডভ্যান পুলিশ পাহারায় নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় পন্থিছিলায় রাস্তার পাশে লুকিয়ে থাকা পিকেটাররা গাড়িগুলোতে ইটপাটকেল ও ককটেল ছুড়ে মারে। এ সময় পিকেটাররা ৮টি গাড়িতে আগুন ও ২০টি যানবাহন ভাঙচুর করে।
সীতাকুণ্ড ফায়ার স্টেশনের ইনচার্জ দোলন আশ্চর্য জানান, হরতাল সমর্থকরা উপজেলার পন্থিছিলা এলাকার বিভিন্ন স্থানে দুটি কাভার্ডভ্যান ও ট্রাক-পিকআপসহ মোট ৮টি গাড়িতে আগুন দেয়। ঘটনাস্থলে স্থানীয় ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. ইলিয়াছ জানান, গাড়িতে অগ্নিসংযোগের সময় পিকেটাররা পুলিশের উপরও ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় তারা বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
(দিরিপোর্ট২৪/এসসি/এমএইচও/এএস/নভেম্বর ১৩, ২০১৩)