দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা-১৯ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের এক প্রশ্নের জবাবে জাতীয় সংসদে স্বাস্থ্য মন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, বাংলাদেশ ওষুধ শিল্পে উত্তরোত্তর উন্নতি করেছে। দেশের মোট চাহিদার ৯৮ শতাংশ ওষুধ এখন দেশেই উৎপাদিত হয়। বিশ্বের ১৫৭টি দেশে বাংলাদেশে উৎপাদিত প্রায় সব ওষুধই রপ্তানি করা হচ্ছে।  

 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নত্তোর পর্বে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে উৎপাদিত ওষুধ বিদেশে রপ্তানিতে উৎসাহিত করতে সরকারিভাবে প্রণোদনা দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে চলতি বছর ১০ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হচ্ছে। সরকার দলীয় সংসদ আনোয়ার খানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চলতি অর্থ বছরের ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে প্রায় ৫৯০০ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ৯০৩ টাকার ওষুধ রপ্তানি করা হয়েছে।

স্বতন্ত্র এমপি মো. আবদুল্লাহর প্রশ্নের জবাবে স্বাস্থ্য মন্ত্রী বলেন, কমিউনিটি ক্লিনিকে প্রায় ৩২ প্রকারের ওষুধ ও সরকারি হাসপাতালকে ১০৫ প্রকারের ওষুধ বিনা মূল্য সরবরাহ করা হচ্ছে।

সরকার দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্বাস্থ্য মন্ত্রী সামন্ত লাল সেন জানান, গত ১ জানুয়ারি ২০২৩ থেকে ৫ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭২১ জন মৃত্যুবরণ করেছেন।