দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর কাজীপাড়ায় মেট্রোরেলের বৈদ্যুতিক তারে ঘুড়ি আটকে গছে। এর ফলে মতিঝিল-উত্তরামুখী চলাচল সাময়িক বন্ধ রয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘোষণা দেয় মেট্রোরেল কর্তৃপক্ষ।

 

এতে করে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। অনেকেই মেট্রোরেল স্টেশন থেকে নেমে রিকশায়, বাসে কিংবা পায়ে হেঁটে গন্তব্যে ছুটছেন। জরুরি কাজে হাতে কম সময় নিয়ে যারা বের হয়েছিলেন তারা পড়েছেন চরম বিপদে।

যাত্রীরা বলছেন, এমন অপ্রীতিকর ভোগান্তি রোধে প্রয়োজন মেট্রোরেল লাইনের আশপাশের ভবন থেকে ঘুড়ি উড়ানো বন্ধ করা। এছাড়া এ বিষয়ে কড়াকড়ি আইন করাও এখন জরুরি। এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (ট্রেন অপারেশন) রায়হান খলিল গণমাধ্যমকে জানান, এদিন দুপুর ১টা ১০ মিনিটে তারের উপর ঘুড়িটি পড়ে। প্রতিবন্ধকতা সরিয়ে ট্রেনের চলাচল স্বাভাবিক করতে তারা কাজ করছেন বলেও জানান।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি মিরপুরের শেওড়াপাড়া-কাজীপাড়া মাঝামাঝি মেট্রোরেলের ক্যাবল ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।