দ্য রিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজারে তথ্যপ্রযুক্তি খাতে তালিকাভুক্ত কোম্পানি ‘আমরা নেটওয়ার্ক’ লিমিটেডের রাইট শেয়ার ইস্যু করার প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

 

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিএসইসির ৯০০তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোম্পানিটি ১জ:২ অনুপাতে ৩ কোটি ৯৯ লাখ ৩ হাজার ৩০৪টি সাধারণ শেয়ার রাইট শেয়ার হিসেবে ইস্যুর মাধ্যমে ৯২ কোটি ৯৭ লাখ ৯৯ হাজার ১২০ টাকা উত্তোলন করবে।কোম্পানিটি ২০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করেছে ৩০ টাকা।

কোম্পানিটি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ ঋণ পরিশোধ, নেটওয়ার্ক সিস্টেম আপগ্রেডেশন, নেটওয়ার্ক কভারেজ সম্প্রসারণ ও রাইট ইস্যু সংক্রান্ত খরচে ব্যবহার করবে।

রাইটস শেয়ার ডকুমেন্ট অনুযায়ী ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ৩৮ টাকা ১১ পয়সা এবং শেয়ার প্রতি আয় ৩ টাকা ৬৪ পয়সা।