যোগ দিলেন রাসেল নারিন, আরো শক্তিধর কুমিল্লা
দ্য রিপোর্ট প্রতিবেদক: কাকে রেখে কাকে খেলাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স? এই প্রশ্নের উত্তর পেতে টিম ম্যানেজমেন্টকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে নিশ্চয়ই। বিপিএলের ম্যাচগুলোতে চারজন বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগ থাকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিরোপা ধরে রাখার লড়াইয়ে গড়েছে বিগ বাজেটের দল।
বিদেশি সংগ্রহেও তারা পিছিয়ে নেই। উইল জ্যাকস, মঈন আলীরা এসে দাপটের সঙ্গে পারফর্ম করছেন। চলে এসেছেন গতবারের ফাইনালের নায়ক জনসন চার্লস। শনিবার চলে এসেছেন ফ্রাঞ্জাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের দুই ফেরিওয়ালা সুনিল নারিন ও আন্দ্রে রাসেল। বিপিএলের গত আসরেও তারা দুজন খেলেছেন কুমিল্লায়।
এবারও দল গঠনের আগে তাদেরকে দলে ভেড়ায় কুমিল্লা। জাতীয় দল ও আইএল টি-টোয়েন্টিতে খেলতে ব্যস্ত ছিলেন আন্দ্রে রাসেল। নারাইন খেলছিলেন আইএল টি-টোয়েন্টি। দুর্দান্ত ফর্মে থাকা রাসেল ১৩ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার মাটিতে ২৯ বলে ৭১ রান করেন ৪ চার ও ৭ ছক্কায়। আগের ম্যাচেও করেছেন ৩৭ রান। সব মিলিয়ে তার ব্যাট রীতিমত উড়ছে।
আইএল টি-টোয়েন্টিতে ৮ ম্যাচে ৬ ইনিংসে ১৯২ রান করেছেন ২২৮.৫৭ স্ট্রাইকরেটে। তবে নারিনের ফর্ম কুমিল্লার দুশ্চিন্তার কারণ হতে পারে। আইএল টি-টোয়েন্টিতে ১০ ম্যাচে ৫ ইনিংসে মাত্র ৬ রান করেছেন। এছাড়া বোলিংয়ে ১০ ম্যাচে ৭ উইকেট পেয়েছেন ৬.১১ ইকোনমিতে।
তবে অভিজ্ঞ এ খেলোয়াড়রা ফর্মে ফিরতে একদমই সময় নেন না। যে কোনো মঞ্চেই যখন প্রয়োজন তারা ঝড় তুলতে পারেন। তাতে আরেকবার শিরোপার স্বপ্ন দেখতেই পারে কুমিল্লা।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিদেশী খেলোয়াড়:মঈন আলী, উইল জ্যাক, ম্যাথু ফোর্ডে, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, জনসন চার্লস, ব্রুক গেষ্ট ও রেইমন রেইফার।