দ্য রিপোর্ট ডেস্ক: ইরানের তেহরানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার স্প্রিন্টে রৌপ্য পদক জয় করেছেন বাংলাদেশের জহির রায়হান। ফাইনালে ছয় নম্বর লেনে দৌড়েছেন জহির।

 

৪৮.১০ সেকেন্ড টাইমিং নিয়ে দ্বিতীয় হয়েছেন তিনি। ৪৭.৯৫ সেকেন্ডে দৌড় শেষ করে স্বর্ণ জিতেছেন ইরানের সাজেদ আঘাই।

হিটের চাইতেও ভালো টাইমিং করলেও স্বর্ণ জেতা হলো না বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়নের। ৪০০ মিটার দৌড়ে জহির তার হিটে প্রথম হয়েছিলেন ৪৮.৮৪ সেকেন্ড সময় নিয়ে। গত ১০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৪৭তম জাতীয় অ্যাথলেটিকসে ৪০০ মিটারে প্রথম হওয়া জহির সময় নেন ৪৭.৭৬ সেকেন্ড।

দৌড়ের শুরুতে এগিয়ে ছিলেন জহির। তবে ২০০ মিটারের পরে এগিয়ে যান ইরানের সাজেদ। সেই ব্যবধান আর কমাতে পারেননি জহির।