দ্য রিপোর্ট প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৯ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। পাশাপাশি লেনদেন অনেকটাই কমেছে। আজ ডিএসইতে ৮১৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

ঢাকা স্টক এক্চেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৪ দশমিক ২৫ পয়েন্ট কমে ৬ হাজার ২৫৮ পয়েন্টে নেমে আসে। এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৫০ পয়েন্ট কমেছে। দিন শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ৩৬১ পয়েন্ট। অন্যদিকে ডিএস-৩০ সূচক ১ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩১ পয়েন্টে দাঁড়িয়েছে।

জানা গেছে, আজ অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। লেনদেনে অংশ নিয়েছে ৩৯৪ টি কোম্পানি। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ৯৭ টির, কমেছে ২৪৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২ টির।