দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসকো) এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির (এপিআরসি) ভাইস চেয়ার পদে পুনর্নির্বাচিত হয়েছেন। এর আগে ২০২২-২৪ সাল মেয়াদে চীনকে হারিয়ে এ পদে নির্বাচিত হলেও এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

আগামী ২০২৪-২৬ সাল মেয়াদ পর্যন্ত এ পদে তিনি দায়িত্ব পালন করবেন। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

আইওএসকোর পক্ষ থেকে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে এপিআরসির ভাইস চেয়ার পদে পুনর্নির্বাচিত হওয়ার বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে বলে গত সপ্তাহে দৈনিক বাংলাকে মুঠোফোনে নিশ্চিত করেন বিএসইসি চেয়ারম্যান নিজেই। তিনি বলেন, ‘আমাকে আইওএসকোর পক্ষ থেকে জানানো হয়েছে, এবার আমার প্রতিপক্ষ হিসেবে কেউ নির্বাচন করছে না। প্রথমবার চীন প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করলেও এবার সরে দাঁড়িয়েছে। ফলে এপিআরসির ভাইস চেয়ার পদে আরও একবার সুযোগ পাওয়ার আশা করছি। তবে বিষয়টি এখনো চিঠি আকারে আমার কাছে আসেনি।’

চেয়ারম্যানকে মৌখিকভাবে জানানোর এক সপ্তাহ পর গতকাল আইওএসকোর সেক্রেটারি জেনারেল মার্টিন মোলোনি স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বিএসইসিতে পাঠানো হয়েছে।